ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফুটবল

অ্যাতলেটিকোতে আরও এক বছর তোরেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৫, জুলাই ৬, ২০১৭
অ্যাতলেটিকোতে আরও এক বছর তোরেস অ্যাতলেটিকোতে আরও এক বছর তোরেস-ছবি:সংগৃহীত

অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে নতুন করে আরও এক বছরের চুক্তি করলেন ফার্নান্দো তোরেস। এমনটি নিশ্চিত করেছে মাদ্রিদের শীর্ষস্থানীয় ক্লাবটি। ফলে ২০১৭-১৮ মৌসুমে ফের দলটির হয়ে মাঠ মাতাবেন এ স্ট্রাইকার। যদিও গুঞ্জন উঠেছিলো এ মৌসুমে অ্যাতলেটিকো ছেড়ে দেবেন তিনি।

শৈশবের ক্লাব অ্যাতলেটিকোতে দ্বিতীয়বারের মতো খেলছেন তোরেস। যেখানে ২০১৫ সালে তিনি এসি মিলান থেকে দলটিতে ফের পাড়ি জমান।

মাঝে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল ও চেলসিতে দুর্দান্ত সময় পার করেছিলেন।

সম্প্রতি তোরেস অ্যাতলেটিকোর সঙ্গে চুক্তির বাইরে ছিলেন। আর কয়েক সপ্তাহ আগে ধারণা করা হয়েছিলো তিনি মেক্সিকোর লিগা এমএক্স-এ চলে যাবেন। তবে শেষ পর্যন্ত থেকে যেতে হলো। এর বড় একটি কারণ এই গ্রীস্মে নতুন ফুটবলার দলে টানার ওপর নিষেধাজ্ঞা রয়েছে স্প্যানিশ জায়ান্ট দলটির।

৩৩ বছর বয়সী তোরেস অ্যাতলেটিকোর হয়ে সর্বমোট ১০৫টি গোল করেছেন। যেখানে বর্তমান কোচ দিয়েগো সিমিওনের অধীনে তার গোলের সংখ্যা ২৮।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।