ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

ফুটবল

পর্তুগাল ম্যাচের ঘটনায় নিষিদ্ধ মেক্সিকো কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, জুলাই ৮, ২০১৭
পর্তুগাল ম্যাচের ঘটনায় নিষিদ্ধ মেক্সিকো কোচ ছবি: সংগৃহীত

কনফেডারেশনস কাপে পর্তুগালের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণীতে ম্যাচ অফিসিয়ালের সঙ্গে আক্রমণাত্মক আচরণের দায়ে নিষেধাজ্ঞার কবলে মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও। তাকে ছয়টি অফিসিয়াল ম্যাচে নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

সেমিফাইনালে বিদায় নিয়ে তৃতীয় স্থান নির্ধারণীর লড়াইয়ে শেষ হাসি হাসে রোনালদোবিহীন পর্তুগাল। গত ২ জুলাইয়ের ম্যাচটিতে অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।

.খেলা চলাকালীন ম্যাচ অফিসিয়ালের ওপর চড়াও হন ওসোরিও। আক্রমণাত্মক আচরণে অপমানজনক শব্দ ব্যবহার করেন তিনি। সবকিছু বিবেচনায় নিয়ে শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নেয়, আচরণবিধি লঙ্ঘন করেছেন মেক্সিকোর কলম্বিয়ান কোচ। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ৯ জুলাই এল সালভাদরের বিপক্ষে মেক্সিকোর কনকাকাফ গোল্ড কাপ ম্যাচ থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।