ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

ফুটবল

বিপিএলে জয়ে শুরু শেখ জামালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, জুলাই ২৯, ২০১৭
বিপিএলে জয়ে শুরু শেখ জামালের ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুর্দান্ত জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তারা ২-০ গোলে হারিয়েছে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় শেখ জামাল টিম। প্রথমার্ধের যোগ করা সময়ে মোমোদু বাহর গোলে প্রথম লিড আসে।

দ্বিতীয়ার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুন করেন রাফায়েল ওডোইন।

ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমপুরো ম্যাচজুড়ে মোহামেডানের চোখেমুখে গোলের জন্য হাহাকারই ফুটে ওঠে। নির্ধারিত সময় শেষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামাল। এদিকে ব্রাদার্স ইউনিয়ন ও বিজেএমসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ জুলাই) বিপিএলের দশম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ৩-২ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।