ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

রিয়ালে অনুশীলন শুরু করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, আগস্ট ৬, ২০১৭
রিয়ালে অনুশীলন শুরু করলেন রোনালদো রিয়ালে অনুশীলন শুরু করলেন রোনালদো-ছবি:সংগৃহীত

দীর্ঘ দিন পর রিয়াল মাদ্রিদের সঙ্গে অনুশীলন শুরু করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার দলের প্রথম স্কোয়াডের সঙ্গে মাঠে নামেন পর্তুগিজ অধিনায়ক। এর আগে জাতীয় দল পর্তুগালের হয়ে কনফেডারেশনস কাপে খেলার পর প্রাক মৌসুমে ছুটিতে ছিলেন তিনি।

এদিন দলে ফেরায় রিয়াল তাদের নিজস্ব টুইটার পেজে রোনালদোর ছবি পোস্ট করে জানায়, নতুন মৌসুমকে সামনে রেখে রোনালদো অনুশীলনে ফিরেছে। দলের সঙ্গে সে প্রথমার্ধের অনুশীলন শেষ করেছে।

এদিকে গত মৌসুমে রিয়ালের হয়ে ডাবল জেতার পর থেকেই বিপাকে আছেন রোনালদো। কর ফাঁকির মামলায় স্পেনে নাজেহাল হতে হচ্ছে সিআর সেভেনকে। যদিও আদালতে বরাবরই তিনি বলে আসছেন, কোনো অপরাধ করেননি।

এমন অবস্থায় জানা যায়, স্পেনের প্রতি বিরক্ত হয়ে রোনালদো ইংল্যান্ডে ফেরার ইচ্ছে প্রকাশ করেন। তবে জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুশীলনে ফেরেন তিনি।

আগামী মঙ্গলবার উয়েফা সুপার কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়বে জিনেদিন জিদানের রিয়াল। এরপরেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে সুপারকোপার দুই লেগে খেলবে গ্যালাকটিকোরা।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।