ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

চট্টগ্রাম আবাহনীর টানা তৃতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, আগস্ট ৭, ২০১৭
চট্টগ্রাম আবাহনীর টানা তৃতীয় জয় ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ জুট মিল করপোরেশনকে (বিজেএমসি) ২-০ গোলে হারিয়েছে বন্দর নগরীর দলটি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার (৭ আগস্ট) দুই দলের মুখোমুখি লড়াইয়ে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর হয়ে লিড নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড আফিজ ওলাওলে ওলাডিপো।

ম্যাচের ৬৩তম মিনিটে ডি-বক্সে মনসুর আমিনের ক্রস থেকে পাওয়া বল বিজেএমসির জালে জড়িয়ে দেন ওলাডিপো।  

৭২ মিনিটের মাথায় তৌহিদুল আলম সবুজ ব্যবধান বাড়ান। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থাকা চট্টগ্রামের দলটির বিপক্ষে রুখে দাঁড়ালেও গোলের দেখা পায়নি টিম বিজেএমসি।  

চট্টগ্রাম আবাহনী টানা তিন ম্যাচ জিতলেও বিজেএমসি সমান ম্যাচ খেলে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।