ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

শেখ রাসেলকে হারালো শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, আগস্ট ৮, ২০১৭
শেখ রাসেলকে হারালো শেখ জামাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুর্দান্ত খেলা শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। চলতি লিগে প্রথম হারের স্বাদ পেল শেখ রাসেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (০৮ আগস্ট) দিনের প্রথম ম্যাচে মাঠে নামে শেখ জামাল ও শেখ রাসেল। পিছিয়ে পড়লেও সমতায় ফিরেছিল শেখ রাসেল।

তবে, জোসেফ আফুসির দল শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএই জয়ের ফলে টানা তিন ম্যাচ জেতা শেখ জামাল পূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো। মোহামেডানকে ২-০ ব্যবধানে হারিয়ে শুরু করা শেখ জামাল দ্বিতীয় ম্যাচে বিজেএমসির বিপক্ষে জিতেছিল ১-০ গোলে। অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ ব্যবধানে হারানোর পর শেখ রাসেল নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল।

ম্যাচের দশম মিনিটে লিড নেয় শেখ জামাল। এনামুল হকের কর্নারে গাম্বিয়ান ফরোয়ার্ড মোমোদু বাহর হেড থেকে গোলটি আসে। তবে, শেখ রাসেলের তারকা ফরোয়ার্ড খালেকুরজ্জামানের অসাধারণ গোলে সমতায় ফেরে ম্যাচ। ৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন খালেকুরজ্জামান। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে যোগ করা অতিরিক্ত সময়ে আবারো লিড নেয় শেখ জামাল। সলোমন কিংয়ের গোলে দ্বিতীয়বার এগিয়ে যায় ধানমন্ডির জায়ান্টরা। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি শেখ রাসেল। ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।