ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

ফেভারিট শেখ জামালকে রুখে দিল রহমতগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, আগস্ট ১৩, ২০১৭
ফেভারিট শেখ জামালকে রুখে দিল রহমতগঞ্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টানা তিন ম্যাচ জিতলেও নিজেদের চতুর্থ ম্যাচে পারলো না শিরোপার অন্যতম ফেভারিট শেখ জামাল ধানমণ্ডি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে শেখ জামালকে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

রোববার (১৩ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে, শেখ জামালের পয়েন্টে ভাগ বসানোর সুযোগ মেলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির।

ম্যাচের ২২তম মিনিটে শেখ জামালকে লিড পাইয়ে দেন বাহর। গোলের অ্যসিস্ট করেন এনামুল হক। ১-০তে এগিয়ে থেকে এক মিনিটও পার করতে পারেনি শেখ জামাল। পরের মিনিটেই সমতায় ফেরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন আসিফ হোসেন রিমন।

২০১৫-১৫ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। অপরদিকে, রহমতগঞ্জের পয়েন্ট ৭।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।