ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

অভিষেকেই নেইমারের বাজিমাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৪, আগস্ট ১৪, ২০১৭
অভিষেকেই নেইমারের বাজিমাত অভিষেকেই নেইমারের বাজিমাত-ছবি:সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইর হয়ে অভিষেকটা দুর্দান্তই করলেন নেইমার। বার্সেলোনা থেকে ইতিহাস গড়ে পিএসজিতে পাড়ি দেওয়ার পর প্রথম ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি। সঙ্গে আরেকটি গোলও করালেন। আর নির্ধারিত সময়ের পর গুইনগ্যাম্পের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো ইউনি এমরির শিষ্যরা।

পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের প্রথম ম্যাচে আইনি জটিলতার কারণে খেলতে পারেননি নেইমার। তবে তিনি যে হিরের টুকরো তা অভিষেকেই বুঝিয়ে দিলেন।

এদিন প্রতিপক্ষের মাঠ স্তাদে ডু রোউডুরোতে আতিথিয়েতা নিতে যায় পিএসজি। তবে ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি গত মৌসুমে শিরোপা না জেতা দলটি।

বিরতির পরই অবশ্য জ্বলে ওঠে সফরকারীরা। ম্যাচের ৫২ মিনিটে এলকোকোর আত্মঘাতি গোলে এগিয়ে যায় পিএসজি। আর ৬২ মিনিটে নেইমারের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। পরে ৮২ মিনিটে গোল করে বড় জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে এমরির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।