ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

চেলসি ও কোন্তের ওপর চটেছেন কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৮, আগস্ট ১৫, ২০১৭
চেলসি ও কোন্তের ওপর চটেছেন কস্তা চেলসি ও কোন্তের ওপর চটেছেন কস্তা-ছবি:সংগৃহীত

স্ট্রাইকার দিয়েগো কস্তার চেলসি থেকে চলে যাওয়াটা কেমন রহস্যই থেকে গেল। তবে আর বসে নেই স্প্যানিশ তারকা। জানিয়ে দিলেন সব। চেলসি কোচ আন্তোনিও কোন্তে তাকে বাদ দেওয়ার পর এতদিন চুপচাপই ছিলেন। অবশেষে চেলসি ও আন্তোনিও কোন্তেকে নিয়ে ব্রিটিশ মিডিয়ার কাছে মুখ খুললেন কস্তা।

ব্রাজিলের বাড়ি থেকেই তার বিস্ফোরক অভিযোগ, ‘চেলসি আমার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করতে চেয়েছিল। ’

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলের কাছে চেলসির হারের পর সমর্থকরা কস্তা ফেরাও দাবি তুলে দিয়েছেন ইতিমধ্যেই।

যা কানে গিয়েছে কস্তারও। ব্রাজিল থেকে তিনি বলেন, ‘চেলসি আমাকে বলেছিল রিজার্ভ টিমের সঙ্গে প্র্যাকটিস করতে। ফলে আমি প্রথম টিমের ড্রেসিংরুমও ব্যবহার করতে পারতাম না। আমি তো অপরাধী নই। কিন্তু ওরা আমার সঙ্গে সে রকম ব্যবহারই করতে চেয়েছিল। ’

শুধু চেলসিই নয়। কস্তা ব্রাজিল থেকে তোপ দেগেছেন চেলসি কোচ আন্তোনিও কোন্তেকেও। তার কথায়, ‘কোন্তেই এসএমএস পাঠিয়ে বলেছিলেন, তিনি আমাকে টিমে চান না। ওই এসএমএস আমি যত্ন করে রেখে দিয়েছি। ম্যানেজার নিজেই যখন আমাকে চান না, তা হলে আমি আর চেলসিতে ফিরব কেন? আমি নিজের থেকে ক্লাব ছাড়তে চাইনি। তাই আশা করব, চেলসি আমাকে রিলিজ করে দেবে। আর কন্তে ম্যানেজার হিসেবে মোটেও আকর্ষণীয় নন। ফুটবলারদের সঙ্গে সর্বদা একটা দূরত্ব রেখে চলেন। ’

কোন্তেকে নিয়ে কস্তা এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেছেন, ‘জানুয়ারিতেই আমার সঙ্গে চুক্তি নবায়ন করার জন্য বসার কথা ছিল চেলসি কর্তাদের। কিন্তু ম্যানেজারই প্রভাব খাটিয়ে তা বন্ধ করে দেন। আমি চেলসি ডিরেক্টর মারিয়া গ্র্যানোভাস্কাইয়াকে বলে দিয়েছি, রিলিজ করে দেওয়ার জন্য। কারণ আমি অ্যাতলেটিকো মাদ্রিদে খেলতে চাই। ’

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।