ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

ফুটবল

কাতালোনিয়া স্বাধীনের গণভোটে বার্সার রবার্তো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১২, অক্টোবর ২, ২০১৭
কাতালোনিয়া স্বাধীনের গণভোটে বার্সার রবার্তো কাতালোনিয়া স্বাধীনের দাবিতে ভোট দিচ্ছেন সার্জি রবার্তো/ ছবি: সংগৃহীত

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়াকে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে আলোচিত গণভোটে অংশগ্রহণকারীদের মধ্যে একজন সার্জি রবার্তো। সোস্যাল মিডিয়ায় ব্যালট হাতে বক্সে ভোট দেওয়ার সময়কার একটি ছবি পোস্ট করেছেন বার্সেলোনা তারকা।

লাস পালমাসের বিপক্ষে ম্যাচ শেষে পোলিং স্টেশনে (ভোটকেন্দ্র) গিয়ে নিজের ভোট নিশ্চিত করেন রবার্তো। ছবির ক্যাপশনে লেখেন, ‘‘আমি ভোট দিয়েছি, গণতন্ত্র!!’’

কাতালোনিয়া স্বাধীনের পক্ষে বার্সা সেন্টারব্যাক জেরার্ড পিকেও ভোট দিয়েছেন।

কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় তার জন্মস্থান। গণভোটের দিনটি ছিল ক্লাব ও এ অঞ্চলের জন্য খুবই উদ্বেগজনক।

স্পেনের কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংসতায় লাস পালমাস ম্যাচ আয়োজন ঘিরে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত দর্শকশূন্য ন্যু ক্যাম্পে খেলা গড়ায়। লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানের সহজ জয় পায় বার্সা। এ নিয়ে নতুন মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে টানা সাত ম্যাচেই পূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।