ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ফুটবল

জুভেন্টাসে কেমন কাটলো রোনালদোর প্রথম দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৩, আগস্ট ২, ২০১৮
জুভেন্টাসে কেমন কাটলো রোনালদোর প্রথম দিন অনুশীলনে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

অবশেষে নিজের নতুন দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার নতুন সতীর্থ গঞ্জালো হিগুয়েন, পাওলো দিবালাদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই অনুশীলন করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

জুভেন্টাসের অনেক সদস্যই বর্তমানে প্রাক-মৌসুমি প্রস্তুতি ম্যাচ খেলতে আছেন যুক্তরাষ্ট্রে। তবে তারকাদের বেশিরভাগই যাননি সেখানে।

হিগুয়েন-দিবালা ছাড়াও রোনালদোর সঙ্গে অনুশীলনে ছিলেন জুয়ান কুয়াদ্রাদো, ডগলাস কস্তা এবং রদ্রিগো বেন্তাঞ্চুরের মতো তারকারা।

অনুশীলনে রোনালদো।                                          ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রথম অনুশীলনের ছবিও প্রকাশ করেছেন রোনালদো। ছবির ক্যাপশনে সিআর সেভেন লিখেছেন, ‘প্রথম কঠোর অনুশীলন। বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। ’

অনুশীলনে রোনালদো।  ছবি: সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ আগস্ট চিয়েভোর বিপক্ষে ইতালিয়ান সিরি’এ লিগের ম্যাচেই প্রথমবারের মতো জুভেন্টাসের জার্সিতে মাঠে নামবেন এই তারকা ফুটবলার।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।