ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

বার্সার দ্বিতীয় তারকা হিসেবে মেসির কাতালান পুরস্কার জয় 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, মে ১৭, ২০১৯
বার্সার দ্বিতীয় তারকা হিসেবে মেসির কাতালান পুরস্কার জয়  কাতালান পুরস্কার হাতে লিওনেল মেসি-সংগৃহীত

বার্সেলোনার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কাতালুনিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হয়েছেন লিওনেল মেসি। জিতেছেন ২০১৯ ক্রিউ দে সেন্ট জর্ডি পুরস্কার বা কাতালান পুরস্কার। ইংরেজিতে পুরস্কারটির নাম সেইন্ট জর্জ ক্রস অ্যাওয়ার্ড। 

বৃহস্পতিবার (১৬ মে) কাতালান সরকারের চলতি বছরের পুরস্কারটি দেওয়া হয় ২৮ ব্যক্তি ও ১৫ প্রতিষ্ঠানকে। যার মধ্যে মেসিও একজন।

বার্সার হয়ে এর আগে প্রথমবারের মতো পুরস্কারটি জেতেন ডাচ কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ।  

মূলত বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কারটি দিয়ে থাকেন কাতালান সরকার। কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে অসামান্য অবদান রাখার জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে পুরস্কারটি দেওয়া হয়েছে।  

১৯৮১ সাল থেকে নিয়মিত পুরস্কারটি দিয়ে আসছে কাতালান সরকার। মেসির হাতে পুরস্কার তুলে দেন কাতালান প্রেসিডেন্ট কুইম তোরা। সিসিআইবি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বার্সার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ, ভাইস-প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার এবং জর্ডি মেস্ত্রে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, মে ১৭, ২০১৯ 
ইউবি/এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।