ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ফুটবল

করোনা ভাইরাস: ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও’র অভিনব প্রতিবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, মার্চ ১৬, ২০২০
করোনা ভাইরাস: ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও’র অভিনব প্রতিবাদ মাস্ক পরে অবস্থায় গ্রেমিওর ফুটবলাররা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়েছে ক্রীড়া বিশ্ব। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ স্থগিত হলেও অবশ্য চালু রয়েছে ব্রাজিলের ফুটবল। 

তবে প্রাণঘাতী কোভিড-১৯ আতঙ্কের সময়ে মাঠে নামতে হওয়ায় খুশি হতে পারেনি ব্রাজিলের ক্লাব গ্রেমিও’র খেলোয়াড়রা।  

রোববার (১৫ মার্চ) গাউচো স্টেট চ্যাম্পিয়নশিপে নিজেদের মাঠ অ্যারেনা দো গ্রেমিও’তে সাও লুইজের মুখোমুখি হয় গ্রেমিও।

সেই দর্শকবিহীন-রুদ্ধদ্বার ম্যাচে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জিতেছে তারা।  

তবে তার আগে করোনা ভাইরাসের দিনগুলোতে খেলতে হওয়ায় গ্রেমিওর খেলোয়াড়রা এক অভিনব প্রতিবাদ জানায় টুর্নামেন্ট কর্তৃপক্ষের প্রতি। গাউচো স্টেট চ্যাম্পিয়নশিপের গত আসরের চ্যাম্পিয়ন দলের ফুটবলাররা মাঠে নামেন সাদা মাস্ক পরে।  

মাঠে নামা থেকে শুরু দলীয় ফটোসেশন এবং সাইড-বেঞ্চেও মাস্ক পরা ছিল গ্রেমিওর ফুটবলার ও ক্লাব কর্মকর্তাদের।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।