ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

শেখ জামালের জন্মদিনে ক্লাবের বিশেষ আয়োজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, এপ্রিল ২৮, ২০২০
শেখ জামালের জন্মদিনে ক্লাবের বিশেষ আয়োজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ জামাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৭তম জন্মদিন এবং লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এতীম শিশুদের মধ্যে খাদ্য ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। 

এ উপলক্ষে কয়েকটি মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান তাসভির করোনা মহামারীতে সকলকে নিজ নিজ বাসাবাড়িতে অবস্থান করে নিজের ও পরিবারের সবার স্বাস্থ্যের যত্ন নিতে এবং করোনা ভাইরাসজনিত সংক্রামক রোগের হাত থেকে দেশ ও জাতির রক্ষার্থে  স্ব স্ব স্থান থেকে বিশেষ দোয়ার আহ্বান জানান।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফুটবল ও ক্রিকেটে শক্তিশালী দল গড়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।