ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

ফুটবল

জার্মান কাপ ফাইনালের নতুন সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, মে ১২, ২০২০
জার্মান কাপ ফাইনালের নতুন সূচি চূড়ান্ত

করোনা ভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব ফুটবল লিগই স্থগিত হয়েছে। তবে ইউরোপের ধীরে ধীরে ফের শুরু হতে চলেছে বিভিন্ন পর্যায়ের লিগ। এরই ধারাবাহিকতায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) চলতি মৌসুমে জার্মান কাপের ফাইনাল ও সেমি-ফাইনালের নতুন সূচি চূড়ান্ত করেছে। আগামী ৪ জুলাই প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

সোমবার এক বিবৃতিতে ডিএফবি জানায়, বায়ার্ন মিউনিখ ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট এবং সারব্রুকেন ও বায়ার লেভারকুসেনের সেমি-ফাইনাল দুটি হবে যথাক্রমে আগামী ৯ ও ১০ জুন।

এছাড়া জার্মান ফুটবলের শীর্ষ দুই লিগেরও শুরু হওয়ার নতুন সূচি হয়েছে।

বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর খেলা আগামী ১৬ মে মাঠে গড়াবে। তবে সব প্রতিযোগিতার ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মে ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।