ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ফুটবল

করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার বাদল রায়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, আগস্ট ১৩, ২০২০
করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার বাদল রায় বাদল রায়/ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি বাদল রায় করোনায় আক্রান্ত।  

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ।

খালিদ মাহমুদ জানান, করোনার উপসর্গ নিয়ে গত পরশু রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হয়েছিলন বাদল রায়। এরপর করোনা পরীক্ষা করানোর পর তার রিপোর্ট পজিটিভ আসে।  

চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন বাদল রায়। দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক এই তারকা ফুটবলার।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।