ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

মেসির ১০ নাম্বার জার্সি চান তিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, আগস্ট ৩০, ২০২০
মেসির ১০ নাম্বার জার্সি চান তিনি

মেসি কি এই গ্রীষ্মেই বার্সেলোনা ছাড়ছেন? নাকি আরও এক মৌসুম কাতালান ক্লাবটির হয়ে খেলতে হবে, এমন প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে এরইমধ্যে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির জার্সি দাবি করে বসেছেন তারই এক সতীর্থ।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, মেসি যদি আগামী মৌসুমে ক্লাবে না থাকেন, তবে মার্টিন ব্র্যাথওয়েট তার ১০ নাম্বার জার্সিটি চেয়েছেন।

২৯ বছর বয়সী এই ড্যানিশ ফরোয়ার্ড বর্তমানে ১৯ নাম্বার জার্সি পরেন। তিনি গত মৌসুমেই লেগানেস থেকে বার্সায় পাড়ি দিয়েছেন। যেখানে বার্সা সঙ্গে তার ২০২৪ পর্যন্ত চুক্তি রয়েছে।

লেগানেসে থাকাকালীন অবশ্য ব্র্যাথওয়েট ২৫ নাম্বার ও সর্বশেষ ৭ নাম্বার জার্সি পরেছিলেন। এর আগে মিডলসবার্গে তার গায়ে ছিল ১০ নাম্বার জার্সি।

এদিকে বার্সায় ১০ নাম্বার জার্সি চাইলেও গত কয়েক সপ্তাহ ধরে ব্র্যাথওয়েটের ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার ব্যাপারে গুঞ্জন চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।