ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

বাফুফে নির্বাচনে চমক, সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিক

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, সেপ্টেম্বর ৭, ২০২০
বাফুফে নির্বাচনে চমক, সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মানিক কাজী সালাউদ্দীন ও শফিকুল ইসলাম মানিক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে হঠাৎই চমক দেখা গেল। সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বেশ নিরুত্তাপ ছিল নির্বাচনের মাঠ।

 

তবে মনোনয়ন পত্র সংগ্রহের শেষদিনে সভাপতি পদে মনোনয়ন পত্র নিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বাফুফে ভবনে এসে এক লাখ টাকা দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন শফিক। কিছুদিন আগে সভাপতি পদে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন তরফদার রুহুল আমিন। ফলে চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পথে কাজী সালাউদ্দিনের সামনে কোনো বাধা ছিল না।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) মনোনয়ম পত্র জমা দেওয়ার শেষদিন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।