ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ফুটবল

কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, নভেম্বর ৫, ২০২০
কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া জামাল ভূঁইয়া

কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও সাইফ স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার জালাম ভূঁইয়া। সেই গুঞ্জনই সত্য হতে চলেছে।

 

কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন জামাল। তবে লিগের শুধু প্রথম পর্বের ম্যাচগুলো খেলবেন তিনি

সংবাদ মাধ্যমকে একথা নিশ্চিত করেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। জামাল ভূঁইয়ার সঙ্গে সেভাবেই কথা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির সাধারণ সম্পাদক।

মাহাবুবুর রহমান বলেন, 'জামাল কলকাতা মোহামেডানে যেতে চান, সেটা আমাদের জানিয়ে দিয়েছেন। বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ২০২১ সালের ৩০ এপ্রিল। আমরা জামালকে বলেছি, লিগের দ্বিতীয় পর্বে সাইফে এসে যোগ দিতে। মোহামেডানের সঙ্গে চুক্তিতে সেভাবেই এগিয়ে যাচ্ছে আলোচনা। '

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।