ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ফুটবল

শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, নভেম্বর ৭, ২০২০
শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

পিরোজপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু এ খেলার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহাজাহান খান তালুকদার। বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মাওলা নকিব, সদর উপজেলা আ’লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক (স্বপন), সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শিকদার মন্টু প্রমুখ।

এতে উদ্বোধনী খেলায় জেলার সদর উপজেলা ও ইন্দুরকানী উপজেলা দল অংশ গ্রহণ করেন। এতে পিরোজপুর উপজেলা ইন্দুরকানী উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।