ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ফুটবল

রোমার কোচ হয়ে ইতালিতে ফিরছেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, মে ৪, ২০২১
রোমার কোচ হয়ে ইতালিতে ফিরছেন মরিনহো

টটেনহাম হটস্পার থেকে বরখাস্ত হওয়ার পর এবার এএস রোমার দায়িত্ব নিতে যাচ্ছেন হোসে মরিনহো। ২০২১-২২ মৌসুমের শুরু থেকেই ইতালিয়ান ক্লাবটির ডাগআউটে দেখা যাবে এই পর্তুগিজ কোচকে।

মঙ্গলবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে এএস রোমা। সিরি আ’র পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা দলটির সঙ্গে ৩ বছর মেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন স্বঘোষিত এই ‘স্পেশাল ওয়ান’।

চলতি মৌসুম শেষে রোমার দায়িত্ব ছাড়বেন বর্তমান কোচ পাওলো ফনসেকা। ২০১৯ সালে সিরি আ’র দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই সেন্টার-ব্যাকের চুক্তির মেয়াদ এই মৌসুমের পর শেষ হবে।  

গত ১৯ এপ্রিল টটেনহামের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় মরিনহোর। এর আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো জায়ান্টদের কোচের পদ সামলেছেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ০৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।