ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

ফুটবল

শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, সেপ্টেম্বর ২৯, ২০২১
শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল শুরু বৃহস্পতিবার বক্তব্য দেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে শেখ রাসেল গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৮) ফুটবল টুর্নামেন্ট। প্রথমবার ঢাকার ৩২টি থানার টিম নিয়ে এ টুর্নামেন্ট হচ্ছে।

চ্যাম্পিয়ন টিম পাবে ২ লাখ টাকার প্রাইজ মানি। রানার্স আপ টিমের জন্য রয়েছে ১ লাখ টাকা।  

বুধবার (২৯ সেপ্টেম্বর) হোটেল পূর্বাণীতে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়েছে।  

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক, ক্রীড়া সংগঠন তরফদার মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহীদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন প্রমুখ।

তরফদার মো. রুহুল আমিন বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে আমাদের শিশু-কিশোররা ঘর থেকে বের হতে পারেনি। সীমিত পরিসরে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। মেধাবী খেলোয়াড়দের মাঠে নিয়ে আসতেই আমাদের এ টুর্নামেন্টের আয়োজন। তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করাই আমাদের মূল লক্ষ্য। এবার ঢাকায় এ টুর্নামেন্ট হলেও ধারাবাহিকভাবে আমরা এটি সারা দেশে আয়োজন করতে চাই। এখানে যারা ভালো করবে পরবর্তীতে তারা কোন পর্যায়ে খেলবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।