ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

বৃষ্টিতে বাতিল বাংলাদেশের ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, সেপ্টেম্বর ১৩, ২০২২
বৃষ্টিতে বাতিল বাংলাদেশের ম্যাচ ফাইল ছবি

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় ফুটবল দল ও নৌবাহিনী ফুটবল দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজিত  হওয়ার কথা থাকলেও অতিরিক্ত বৃষ্টির জন্য খেলাটি অনুষ্ঠিত হবে না।

ম্যাচটি অনুষ্ঠিত না হলেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন উত্তরাস্থ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

জামালরা এই সপ্তাহেই সেনাবাহিনীর সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলেছে।

বাংলাদেশ দল আগামীকাল রাতে কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবে। দেশ ছাড়ার আগে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ায় এবং ২৭ সেপ্টেম্বর নেপালে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।