ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে মেসি ছাড়া এই রেকর্ড নেই কোনো ফুটবলারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, সেপ্টেম্বর ১৫, ২০২২
চ্যাম্পিয়ন্স লিগে মেসি ছাড়া এই রেকর্ড নেই কোনো ফুটবলারের

লিওনেল মেসি মাঠে নামবেন, গোল করবেন, রেকর্ড গড়বেন; এই যেন নিয়তি। চ্যাম্পিয়ন্স লিগে সেটা আরও বেশি।

এতদিন বার্সেলোনায় খেলেছেন, গত মৌসুম থেকে খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে। তবুও তার রেকর্ড গড়া থামছে না।  

ম্যাকাবি খাইফার বিপক্ষে খেলতে নেমেছিলেন বুধবার রাতে। নেমে একটি গোল করেছেন, অ্যাসিস্টও। তাতে রেকর্ডও গড়েছেন কয়েকটি। ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে এখন সবচেয়ে বেশি ভিন্ন দলের বিপক্ষে গোল করার কীর্তি মেসির।  

৩৯টি আলাদা দলের বিপক্ষে ইউরোপ সেরার মঞ্চে গোল করেছেন তিনি। এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারছেন না রোনালদো। তার দল ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে ইউরোপা লিগে। মেসির রেকর্ড তাই এই মৌসুমে ভাঙছে না, অনেকটাই নিশ্চিত।  

এছাড়া আরও একটি কীর্তিতেও শুধু মেসিই আছেন। ম্যাকাবির বিপক্ষে গোল করে টানা ১৮ মৌসুম চ্যাম্পিয়ন্স লিগে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এই রেকর্ডেও আর্জেন্টাইন তারকাই প্রথম।  

বাংলাদেশ সময় : ১১০২, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।