ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ফুটবল

নেপাল না যাওয়ার আফসোস টাইগার শোয়েবের

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, সেপ্টেম্বর ২১, ২০২২
নেপাল না যাওয়ার আফসোস টাইগার শোয়েবের

সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে আজ (বুধবার) দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষায় দেশের ফুটবল অনুরাগিরা।

নারী দলকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন বিকেএসপির খেলোয়াড়রা। সাবিনাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন ক্রিকেট মাঠের পরিচিতি মুখ টাইগার শোয়েব।  

ক্রিকেরের মাঠে সবসময়ই দলে অনুপ্রেরণা জানাতে বাঘের বেশে মাঠে থাকেন শোয়েব। আজ বাঘিনীদের বরণ করতে এয়ারপোর্টে এসেছেন তিনি।  

বাঘিনীদের বরণ করতে এসে শোয়েব বলেন, ‘আমার বারবার মনে হচ্ছিল কেন আমি নেপাল গেলাম না। মাঠে থেকে সমর্থন দিতে পারলে ভালো লাগতো। ’

‘যখন শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার পর তাদেরকে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন খুব আফসোস হচ্ছিল। আমাদের দেশে কবে এমন কিছু হবে। আজ মেয়েদের সাফল্যে আমি গর্বিত, পুরো দেশ গর্বিত। ’

আগামীতে এই জয়ের ধারা অব্যাহত থাকবে এমনটাই আশা শোয়েবের। তিনি বলেন,  ‘এটা মাত্র শুরু। এমন জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ’

বিকেএসপির এক ছাত্রী বলেন, ‘আপুরা আমাদের গর্বিত করেছে। আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। আগামীতে আমরাও দেশের জন্য এমন সম্মান বয়ে আনবো। ’

বাংলাদেশ সময় : ১৩৪৩, সেপ্টেম্বর ২১, ২০২২ 
এআর/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।