ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

সাবিনার চার গোলে ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, সেপ্টেম্বর ২৯, ২০২২
সাবিনার চার গোলে ফাইনালে গণ বিশ্ববিদ্যালয়

মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১২৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।  

এই টুর্নামেন্টে মেয়েদের ফুটবলে ফাইনাল নিশ্চিত করেছে গণ বিশ্ববিদ্যালয়।

সেমিফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। দলটির হয়ে খেলছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। দিয়েছেন চার গোলও।

কয়েকদিন আগেই সাফ নারী চ্যাম্পিয়ন শিপের শিরোপা জিতে দেশে ফিরেছেন বাংলাদেশে নারী ফুটবলের এই অধিনায়ক। দেশে ফিরে একের পর এবং সংবর্ধনায় ব্যাস্ত তিনি। এর মাঝেই গণ বিশ্ববিদ্যালয়কে ফাইনালে তুলেছেন বাংলাদেশের এই অধিনায়ক।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।