ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

ফুটবলার নোভাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, অক্টোবর ৯, ২০২২
ফুটবলার নোভাকে সংবর্ধনা

কুষ্টিয়া: বসুন্ধরা কিংসের স্ট্রাইকার এবং সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২২ এর সর্বোচ্চ গোলদাতা পিয়াস আহমেদ নোভাকে কুষ্টিয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (০৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলেমুর রেজা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার, সচিব শাকিলুর রহমান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।