ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

জয়ের পর হাসপাতালে নেপালের গোলরক্ষক

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, নভেম্বর ৫, ২০২২
জয়ের পর হাসপাতালে নেপালের গোলরক্ষক ছবি: শোয়েব মিথুন

সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের বিপক্ষে শেষ মুহুর্তের গোলে জয় পেয়েছে নেপাল। ম্যাচের শেষ দিকে নেপালের গোলরক্ষক সুজাতা তামাংয়ের বুকে বল লাগে।

এরপরই কিছুটা অস্বস্তি বোধ করেন তিনি। পুরো ম্যাচ শেষ করলেও, এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ম্যাচের শেষ দিকে বল দিয়ে আঘাত পাওয়ার পরও খেলা চালিয়ে গেছেন সুজাতা। ম্যাচের পর দলের সকলে যখন আনন্দ-উল্লাসে মেতেছিলেন, তখন অসুস্থ বোধ করায় মাঠে শুয়ে পড়েন তিনি। সুজাতাকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।  

বাফুফে সূত্রে জানা যায়, সুজাতাকে শান্তিনগরে অবস্থিত পপুলার হাসপাতালে নেয়া হয়েছে। তবে তেমন গুরুতর কিছু হয়নি।  

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ১-০ হারতে হয়েছে স্বাগতিকদের।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।