ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, সেপ্টেম্বর ২, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫

ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে ১২৫ জন।

এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩৯৯ জন।

নিহত দুই নারীর নাম ফেরদৌসি বেগম (৪৮) ও সুরাইয়া বেগম (২৫)। ফেরদৌসি বেগম জেলার নগরকান্দা উপজেলার জুংগুরদিয়া গামের আব্দুস সামাদের স্ত্রী এবং সুরাইয়া বেগম গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।

শনিবার (০২ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুরাইয়া বেগম বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি। অপরদিকে গত ১৮ আগস্ট ফেরদৌসি বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান ফেরদৌসি বেগম।

ডা. এনামুল হক আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৮০ জন রোগী চিকিৎসাধীন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার ৯৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চার হাজার ৫৬৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।