ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

দেশের সোয়া কোটি মানুষ কম-বেশি প্রতিবন্ধী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, মার্চ ২০, ২০১৪
দেশের সোয়া কোটি মানুষ কম-বেশি প্রতিবন্ধী

রংপুর: দেশের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ কোন না কোনভাবে প্রতিবন্ধী। তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার থেকেও বঞ্চিত।



দেশের সংবিধানে প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার নিশ্চিত করার কথা বলা হলেও তারা যুগ যুগ ধরে বঞ্চিত। বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার মিলনায়তনে অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই কথা জানানো হয়।

সংবাদ সন্মেলনে জানানো হয়- অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ( এডিডি) দেশে ৩০ হাজার প্রতিবন্ধীর সঙ্গে সরাসরি কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিবন্ধীদের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রকল্পে রংপুরের ৮ উপজেলার ১১টি ইউনিয়ন ও ৬৮টি প্রতিষ্ঠানে ১ হাজার ২৪৮ জন প্রতিবন্ধী নিয়ে প্রকল্পের কাজ আসছে। প্রতিবন্ধীদের  সামাজিক রাজনৈতিক অধিকার প্রতিষ্টাকল্পে  ২৪ দাবী নামা  পেশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।