ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

সাংবাদিক মারধরের মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, মে ১৫, ২০১৪
সাংবাদিক মারধরের মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক মারধরের ঘটনায় দায়ের করা মামলার দ্বিতীয় আসামি ও প্রতিষ্ঠানটির কর্মচারী আবু সুফিয়ানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে গুলশান থেকে তাকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।



গত মঙ্গলবার হাজারীবাগ থানাধীন শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ডেকে নিয়ে একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ প্রতিনিধি শিশির মোড়লকে বেদম মারধর করেন হাসপাতালটির চিকিৎসক শফিউল আজম। পরে তাকে অনেকক্ষণ আটকে রেখে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন শিশির মোড়ল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে চিকিৎসক শফিউল আজমকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।