ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দিলো সিএমসি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, এপ্রিল ২৪, ২০২০
কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দিলো সিএমসি স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা সামগ্রী দিয়েছে চীনা কোম্পানি সিএমসি।

ঢাকা: কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা সামগ্রী দিয়েছে চীনা কোম্পানি চায়না মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)।

শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিএমসির পক্ষ থেকে ১০ লাখ মাস্ক, ১০ হাজার পিপিই, ১০ হাজার গোগলস, ২ হাজার ফরহেড থার্মোমিটার দেওয়া হয়েছে।

চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে ২৩ এপ্রিল এসব চিকিৎসা সামগ্রী আনা হয়। পরে এসব সামগ্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।