ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

জামালপুর সিভিল সার্জনসহ ৬ জনের করোনা পজেটিভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, এপ্রিল ২৮, ২০২০
জামালপুর সিভিল সার্জনসহ ৬ জনের করোনা পজেটিভ

জামালপুর: জামালপুর জেলা সিভিল সার্জন, জামালপুর জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকসহ ছয় জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ল্যাবে প্রথম ধাপের নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের করোনা সংক্রমণ ধরা পড়ে।

জেলা সিভিল সার্জন ছাড়াও সদর হাসপাতালের দুই চিকিৎসকের প্রতিবেদনও পজেটিভ আসে।

এছাড়া সদরের দুই যুবকের করোনা পজেটিভ আসে। আক্রান্ত অন্য ব্যক্তির পরিচয় জানা যায়নি। জেলায় এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ জন।

জামালপুর জেলা সিভিল সার্জন নিজেই বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।