ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনায় চিকিৎসকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, মে ২৬, ২০২০
নারায়ণগঞ্জে করোনায় চিকিৎসকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমেনা খান নামে একজন গাইনি চিকিৎসক মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের খানপুর হাসপাতালে আমেনা ক্লিনিকের গাইনি বিভাগের চিকিৎসক।

 

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমেনা খান করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুপুরে।  

স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, আমেনা ভালো একজন ডাক্তার ছিলেন। তার নামে একটি ক্লিনিকও রয়েছে। সেখানে তিনি গাইনি চিকিৎসা করতেন। ঢাকা মেডিক্যালে দুপুরে মারা গেছেন তিনি। তার মরদেহ বগুড়ায় গ্রামের বাড়িতে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ২৬, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।