ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

না'গঞ্জ করোনা হাসপাতালে মঙ্গলবার থেকে পুনরায় নমুনা সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জুন ২২, ২০২০
না'গঞ্জ করোনা হাসপাতালে মঙ্গলবার থেকে পুনরায় নমুনা সংগ্রহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুরে করোনা হাসপাতালে ৫ দিন বন্ধ থাকায় পর মঙ্গলবার (২৩ জুন) থেকে পুনরায় নমুনা সংগ্রহ শুরু করা হবে। কিট সঙ্কটের কারণে টেস্ট করতে না পারলেও এসব নমুনা টেস্টের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পাঠানো হবে।

সোমবার (২২ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।  

তিনি জানান, কিট সঙ্কটের কারণে আমরা ৫ দিন নমুনা সংগ্রহ বন্ধ রেখেছিলাম।

 আমাদের আগের জমে থাকা নমুনাগুলো এরই মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। আজও নমুনা সংগ্রহ করিনি। আগামীকাল থেকে নমুনা সংগ্রহ শুরু করা হবে এবং তা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে। আমাদের কিট যতদিন না আসবে আমরা ঢাকাতেই নমুনা পাঠাবো।

এর আগে কিট সঙ্কটে  মঙ্গলবার থেকেই হাসপাতালে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরে দু’দিন নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার থেকে অনেক নমুনা জমে থাকায় নতুন নমুনা সংগ্রহ বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।