ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

করোনা: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৭, মৃত্যু ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, জুন ২৬, ২০২০
করোনা: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৭, মৃত্যু ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩৭ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এ সময়ের মধ্যে জেলায় ১ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) সকালে বাংলানিউজকে এ তথ্য জানান মোহাম্মদ ইমতিয়াজ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কোনো ব্যক্তির সুস্থ হওয়ার তথ্য নেই বলে জানান তিনি।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৪৯২৫ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪৯২৫ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ১১০ জনের আর সুস্থ হয়েছেন ২৪৭১ জন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।