ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

কুমিল্লা জেনারেল হাসপাতালে ৩০ শয্যা করোনা ইউনিট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, এপ্রিল ২০, ২০২১
কুমিল্লা জেনারেল হাসপাতালে ৩০ শয্যা করোনা ইউনিট উদ্বোধন কুমিল্লা জেনারেল হাসপাতালে ৩০ শয্যা করোনা ইউনিট উদ্বোধন

কুমিল্লা: কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে ৩০ শয্যা করোনা ইউনিটের উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেনারেল হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, ডেপুটি সিভিল সার্জন শাহাদাৎ হোসেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কুমিল্লার সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এসএইচডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।