ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

পানি উন্নয়ন বোর্ড মেডিক্যাল সেন্টার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, জুন ১৫, ২০২১
পানি উন্নয়ন বোর্ড মেডিক্যাল সেন্টার উদ্বোধন পানি উন্নয়ন বোর্ড মেডিক্যাল সেন্টার উদ্বোধন

ঢাকা: কর্মকর্তা-কর্মচারীদের জরুরি কোভিড চিকিৎসা দিতে রাজধানীর গ্রিনরোডস্থ পানি ভবনে উদ্বোধন হলো পানি উন্নয়ন বোর্ড মেডিক্যাল সেন্টার। এই মেডিক্যাল সেন্টারে পানিসম্পদ মন্ত্রণালয় ও অধীনস্থ অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীরা জরুরি কোভিড চিকিৎসাসেবা নিতে পারবেন।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম মেডিক্যাল সেন্টারটির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে আমাদের কর্মকর্তারা কোভিড চ্যালেঞ্জের মধ্যে কাজ করে যাচ্ছেন। তাই জরুরি প্রয়োজনে চিকিৎসা নিশ্চিতে এই উদ্যোগ। এটা সবাইকে কাজে আরও সাহস দিবে বলে আশাকরি।

মেডিক্যালের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ড. শাহেদ জানান, এখানে রয়েছে ১৩টি বেড, এরমধ্যে ৫টি আইসিইউ বেড ও ১টি অ্যাম্ব্যুলেন্স আছে। কোভিড আক্রান্ত রোগীর জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে।

এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৫, ২০২১
জিসিজি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।