ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

কুমিল্লায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৪১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জুলাই ২১, ২০২১
কুমিল্লায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৪১ ...

কুমিল্লা: কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৯ জন। এ নিয়ে কুমিল্লায় ৬২৪ জনের মৃত্যু হল।

বুধবার (২১ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ জুলাই) বিকেল থেকে বুধবার (২১ জুলাই) বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ৯ জনের মৃত্যু হয়।

এর মধ্যে  কুমিল্লা নগরীতে ৪ জন, চান্দিনা, দেবিদ্বার ও দাউদকান্দিতে একজন করে এবং বরুড়ায় ২ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় জেলায় ৪৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ জুলাই) বিকেল থেকে বুধবার (২১ জুলাই) বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৭৮ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ১ জন, বুড়িচংয়ের ৫ জন, ব্রাহ্মণপাড়ায় ৬ জন, চান্দিনায় ৩৮, চৌদ্দগ্রামে ৭৫, দেবিদ্বারের ৩৯, লাকসামে ৩, নাঙ্গলকোটের ১৭, বরুড়ার ৩২, মনোহরগঞ্জের ১, মুরাদনগরে ২৮, মেঘনায় একজন এবং হোমনায় ১৭ জন শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।