ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

কুষ্টিয়ায় একদিনে আরো ১২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, আগস্ট ৮, ২০২১
কুষ্টিয়ায় একদিনে আরো ১২ জনের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা এবং একজনের করোনা উপসর্গ ছিলো।

শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৭৪ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫২ জন উপসর্গ নিয়ে মোট ২২৬ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৮৪ শতাংশ। জেলায় গত প্রায় দেড় মাসের মধ্যে করোনায় শনাক্তের গড় আজকেই সর্বনিম্ন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।