ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, আগস্ট ১৩, ২০২১
বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে এবং জেলার দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ছয় জনের ৷ এ সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৪ জনের।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ৷

করোনায় মৃত চার জন হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিমুদ্দিন (৭০), কাহালু উপজেলার জাহিদুর রহমান (৬৯) এবং শাজাহানপুর উপজেলার আনোয়ারা (৭২)।

এছাড়া বাকি একজন অন্য জেলার বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে ৷

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক  বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৷ এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় ১০২ জনের মধ্যে ২০ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২০টি নমুনার মধ্যে ছয় জনসহ মোট ৮৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৩৩ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫১৭ জন। এছাড়া নতুন তিন জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জনে। জেলাটিতে বর্তমানে করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন এক হাজার ৪০০ জন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।