ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

না.গঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, সেপ্টেম্বর ১, ২০২১
না.গঞ্জে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৮২ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ২৩ জন, আড়াইহাজারে চারজন, বন্দর উপজেলায় ১৩, রুপগঞ্জে ১৪, সদর উপজেলায় ১৭ ও সোনারগাঁওয়ে ১১ জন রয়েছেন।

এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ২৭ জন এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮২ জন রোগী। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭ জন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।