ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১২, জুলাই ২৪, ২০১০
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি

জাপানভিত্তিক ইয়াহু চুক্তি করেছে গুগল এর সঙ্গে। চুক্তি অনুযায়ী, জাপানে সার্চ ইঞ্জিন সেবা নিশ্চিতে ইয়াহু এখন থেকে সরাসরি গুগল এর সাহায্য নেবে।

জাপানি ইয়াহু সূত্র জানিয়েছে, এ মুহূর্তে তারা গুগলের সার্চসেবা ও সার্চ অ্যাড ডেলিভারি সিস্টেমে সেবা অব্যাহত রাখবে।

ইয়াহু সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান দুটির মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রাথমিক মেয়াদ দুই বছর। তবে ভবিষ্যতে পারস্পরিক অমিল না হলে চুক্তির মেয়াদ বর্ধিত হতে পারে। উল্লেখ্য, এ বছরের প্রথমভাগে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে জাপানে ইয়াহু তার সার্চসেবা দিয়ে আসছিল।

তবে সার্চ ইঞ্জিন ভুবনে গুগলের আধিপত্য থাকায় এ সময় তারা মাইক্রোসফটকে বাদ দিয়ে গুগলের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেয়। ইয়াহু এরইমধ্যে বেশ কয়েকটি সার্চ ইঞ্জিনের সেবা গ্রহণ করেছে। কিন্তু জাপানে গুগল বেশি জনপ্রিয় হওয়ায় ইয়াহু জাপানে তাদের সার্চসেবা নিশ্চিতে গুগলের উপরই নির্ভর করতে চাইছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ