ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে খুব শিগগিরই ‘ডিজলাইক’ বাটন

তথ্য-প্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৬, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ফেসবুকে খুব শিগগিরই ‘ডিজলাইক’ বাটন

ঢাকা: দীর্ঘদিন ধরেই ‘লাইক’ বাটনের পাশাপাশি ‘ডিজলাইক’ বাটনেরও দাবি ছিল ফেসবুকপ্রেমীদের। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে।



ফেসবুকে খুব শিগগিরই ‘ডিজলাইক’ বাটন যুক্ত হতে চলেছে বলে ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুক সদর দফতরে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ ঘোষণা দেন।

জাকারবার্গ বলেন, আমার মনে হয়, দীর্ঘদিন ধরেই ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিজলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছেন। আজ এই বিশেষ দিনে তাদের বলতে চাই, আমরা এটি নিয়ে কাজ শুরু করেছি। এর মাধ্যমে পছন্দের পাশাপাশি কারও অপছন্দের বিষয়টিও জানানোর সুযোগ থাকছে।

খুব শিগগিরই এটি ফেসবুকে যোগ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।