ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

‘টেলিযোগাযোগ অলিম্পিয়াড ২০১৬’ এর আয়োজন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, অক্টোবর ২৭, ২০১৬
‘টেলিযোগাযোগ অলিম্পিয়াড ২০১৬’ এর আয়োজন

‘টেলিযোগাযোগ অলিম্পিয়াড ২০১৬’ এর আয়োজন করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ।

দ্বিতীয়বারের এই আয়োজনে সারাদেশ থেকে ১৫টি সরকারি, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন শিকষার্থী অংশগ্রহণ করছে।

দেশের তীক্ষ্ন মেধাবীদের খুঁজে বের করার লক্ষ্যে এই বুদ্ধিমত্তা প্রতিযোগিতার আয়োজন।

এখানে প্রচন্ড মেধাবী এবং চৌকশরা তাদের লুকায়িত ধীশক্তি প্রদর্শনের সুযোগ পাবে।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম প্রধান অতিথি হিসেব আগামী ২৯ অক্টেবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অলিম্পিয়াড উদ্বোধন করবেন, থাকছে আরো সব আয়োজন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ