ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে শান্তি প্রক্রিয়ায় চীনের বড় ভূমিকা রয়েছে: ফ্রান্স 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, এপ্রিল ৫, ২০২৩
ইউক্রেনে শান্তি প্রক্রিয়ায় চীনের বড় ভূমিকা রয়েছে: ফ্রান্স 

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে শান্তির পথ খুঁজে পাওয়ার ক্ষেত্রে চীনের বড় ভূমিকা রয়েছে। বুধবার (৫ এপ্রিল) বেইজিংয়ে তিনি এক ভাষণে তিনি এ কথা বলেন।

আল জাজিরা।

প্রেসিডেন্ট তিন দিনের সফরে চীনে রয়েছেন। বেইজিংয়ে বসবাসরত ফ্রান্সের লোকজনের এক আয়োজনে ভাষণ দেন তিনি। ম্যাক্রোঁ বলেন, শান্তি ও স্থিতির জন্য যৌথ দায়িত্বে চীনের সঙ্গে কাজ করতে চায় ফ্রান্স।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। গত কয়েকদিনে তা আবারো নিশ্চিত হলো। চীন বড় ভূমিকা পালন করতে পারে।  

ভাষণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রোঁ বলেন, সংঘাতের শুরু থেকেই আমরা সিদ্ধান্ত নিই ভুক্তভোগীর পাশে থাকব। আমরা এই বিষয়ে পরিষ্কার করছি যে, আগ্রাসীদের সাহায্য করলে তা হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহযোগিতা করা।

বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ