ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া

বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৬, টানেলে আটকা অনেক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, জুলাই ১৬, ২০২৩
বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৬, টানেলে আটকা অনেক মানুষ

ভারী বর্ষণের কারণে ভয়াবহ অবস্থা দক্ষিণ কোরিয়ার। অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ অন্তত ১০ জন।

বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে পার্বত্য উত্তর গিয়ংসাং অঞ্চলে। সেখানে ভূমিধসে অনেক ঘরবাড়ি ভেসে গেছে।

এদিকে বন্যায় বিভিন্ন টানেলে অনেক গাড়ি আটকা পড়েছে। উদ্ধারকারীরা টানেলে আটকে থাকা গাড়ির কাছে পৌঁছাতে লড়াই করছে।

দেশটির উত্তর চুংচেং প্রদেশের চেওংজুতে টানেলে প্রায় ১৯টি গাড়ি আটকা রয়েছে বলে জানা গেছে। তবে সেখানে কতজন মানুষ রয়েছে তা স্পষ্ট নয়।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে যে, খুব দ্রুত একটি আকস্মিক বন্যায় চেওংজু শহরের ওসোং শহরতলিতে থাকা টানেলটি ভেসে গিয়েছিল। যার কারণে চালক ও সেখান থেকে বের হতে পারেননি।

আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে,  বন্যাকবলিত এলাকায় পানি অনেক বেড়েছে। শুধুমাত্র মানুষের বাড়ির ছাদের অংশগুলো দেখা যাচ্ছে।

স্থানীয় সরকারি কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী হান ডাক-সু সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে সাহায্য করতে বলেছেন।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ