ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হুমকির পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জুলাই ২২, ২০২৩
হুমকির পরই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পিয়ংইয়ং

কোরীয় উপদ্বীপের পূর্ব সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। শনিবার (২২ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটায় তারা।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস কেন্টাকি দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর করে। এ বিষয়টি নিয়ে পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। একদিন পরই সেটির ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি।

আল জাজিরার খবরে এসব তথ্য দেওয়া হয়। খবরে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) স্থানীয় সময় ভোর ৪টা থেকে উত্তর কোরিয়ার উৎক্ষেপণগুলি শনাক্ত করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ। দুপক্ষের সহযোগিতা বজায় রেখে সব কিছুর ওপর নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোর ধরনগুলো খুঁজে বের করার চেষ্টা চরছে।

ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব সাগরে পরীক্ষা করা হলেও সেগুলো কত দূরত্ব অতিক্রম করেছিল তাৎক্ষণিকভাবে জানায়নি জেসিএস।

এর আগে গতকাল শুক্রবার (২১ জুলাই) উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ক্যাং সুন নাম পারমাণবিক হামলার হুমকি দেনি। তিনি বলেন, বুসান বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন ইউএসএস কেন্টাকির আগমন উত্তরের পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারকে বৈধতা দিয়েছে।

যদিও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, উত্তরকে পারমাণবিক শক্তি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের সাবমেরিন তাদের দেশে আসেনি।

উত্তর কোরিয়ার আচরণে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র প্রেস সেক্রেটারি সাবরিনা এ হুমকিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ