ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জুলাই ২৫, ২০২৩
ভারতে ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

ভারতে অবৈধভাবে বসবাস করা ৭৪ রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর প্রদেশের ৬টি শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ বলেছে, গ্রেপ্তারদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৪ জন নারী। এই গোষ্ঠীতে পাঁচটি শিশুও রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে তারা সবাই উত্তর প্রদেশের ছয়টি জেলায় বসবাস করছিলেন।

রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ ক্যাম্পেইন গ্রুপ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারে নিপীড়নের শিকার হয়েছিলেন। পরে সেখান থেকে পালিয়ে এসে প্রায় ১০ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছিলেন।

ইনিশিয়েটিভ ডিরেক্টর সাব্বের কিয়াও মিন বলেছেন, পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকেই আবর্জনা সংগ্রহসহ নানা ধরনের পেশায় যুক্ত ছিলেন। তারা শুধুমাত্র আশ্রয় দাবি করেছিলেন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ