ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মস্কোয় কনসার্টে হামলা, যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, মার্চ ২৪, ২০২৪
মস্কোয় কনসার্টে হামলা, যা বললেন পুতিন

রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে হামলাকে ‘রক্তাক্ত ও বর্বর সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন,  এ হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  এছাড়া এ ঘটনায় আজ রোববার (২৪ মার্চ) দেশজুড়ে জাতীয় শোক ঘোষণা করেন তিনি।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে  এ ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভাষণে পুতিন বলেন, বর্বর সন্ত্রাসী হামলায় শতাধিক নিরীহ মানুষ নিহত হয়েছেন, তারা ছিলেন  শান্তিপ্রিয় মানুষ। চার সন্ত্রাসী বন্দুকধারী এ হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরা ভেবেছিল, তারা খুব সহজেই সীমান্ত পেরিয়ে ইউক্রেনে পালিয়ে যেতে পারবে। কিন্তু সীমান্ত অতিক্রম করার আগেই চার বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে আমাদের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, প্রাথমিক তথ্য অনুসারে, হামলা শেষে সন্ত্রাসীরা ইউক্রেনের দিকে যাচ্ছিল এবং তারা যাতে খুব সহজেই সীমান্ত অতিক্রম করতে পারে, সে প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে ৬ হাজার ২০০ জন মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র সন্ত্রাসীরা থিয়েটারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ